নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, এডিসন কাভানিকে নিয়ে পিএসজির শক্তিশালী আক্রমন ভাগ গঠন করা হয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে আক্রম ভাগটা এসে থামে মেসি নেইমার এমবাপ্পের মধ্যে।
মেসি, নেইমার, এমবাপ্পে- ফুটবল বিশ্বের অন্যতম সেরা তিন তারকা। যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এমন তিনজনকে একসঙ্গে দলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার।
তবে এই ভাগ্যটাও ফলপ্রসূ হয়নি পিএসজির। এই আক্রমন ত্রয়ীটা খাতা কলমে বিখ্যাত হলেও মাঠের পারফর্মেন্স তাদের সাদামাটাই ছিল।
এবার মেসি চলে গেছেন। এমবাপ্পেও চলে যাওয়ার পথে। নেইমার জুনিয়র আছেন, সেখানে নতুন করে কিছু ফুটবলার আসছে পিএসজিতে। কারা এসেছেন? কারা আসবেন? সবমিলিয়ে এই পিএসজির আক্রমন ভাগটা সবচেয়ে শক্তিশালী কিনা?