চোট কাটিয়ে দলে ফিরে এক ম্যাচ খেলেই আবারও বিশ্রামে গেলেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্রাম বললেও জানা গেছে, কিছুটা চোট আছে তামিমের। সঙ্গত কারণেই শেষ ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
তিনি যে পুরো ফিট নন, বিশ্বকাপের দল নির্বাচনের সময়ও নির্বাচকদের এটি বিবেচনায় নিতে বলেছেন তিনি। দেশের প্রথম সারির এক জাতীয় দৈনিকের খবরে এমনটাই বলা হয়েছে।
বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, তামিম নির্বাচকদের বলেছেন, যদি তাঁকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে এটা মেনে নিয়েই নিতে হবে যে, তিনি পুরো ফিট নন।
দলে থাকলে তিনি তাঁর সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন, তবে তাঁর পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন।
ফেয়ার এনাফ। তামিম ইকবাল তাঁর জায়গা থেকে পুরোপুরি পরিষ্কার। তামিমকে বিশ্বকাপে নিলে তিনি পুরোপুরি ফিট নন জেনেই নিতে হবে।