Home / সর্বশেষ / দীর্ঘ সময় নিরব থেকে সুপার ‘অফ ফর্মে’ থাকা পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিল চট্টগ্রাম

দীর্ঘ সময় নিরব থেকে সুপার ‘অফ ফর্মে’ থাকা পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিল চট্টগ্রাম

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এবার মাঠ মাতাবেন পাকিস্তানি ব্যাটার শেহজাদ আহমেদ। আসরের ড্রাফট

শুরুর আগে দেশি ১ জন এবং ইচ্ছেমত বিদেশি খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানোর সুযোগ রয়েছে দলগুলোর। ইতোমধ্যেই দলগুলো অনেক দেশি বিদেশি খেলোয়াড়দের সরাসরি দলে ভিড়িয়েছে।

বিপিএল শিরোপার অন্যতম দাবিদার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গতকাল রবিবার সরাসরি চুক্তিতে ঘরে তুলেছে পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদকে।

সম্প্রতি ফর্মহীনতায় পাকিস্তান জাতীয় দলে তাকে দেখা না গেলেও বিপিএলে তিনি বরাবরই উজ্জ্বল। বিপিএলের ১ম আসরে মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাকিয়ে আসরটিকে অনন্য

উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। বিপিএলের ১ম আসরে বরিশাল বানার্সের হয়ে ৬ ছক্কায় এবং ১১ চারে ৪৯ বলে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ে বন্দরে পৌছিয়ে মাঠ ছাড়েন শেহজাদ।

Check Also

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো দক্ষিণ আফ্রিকা…

যেখানে শেষ করেছিল, সেখান থেকেই যেন শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। ২৪ ঘণ্টা পার না হতেই …

Leave a Reply

Your email address will not be published.