Home / সর্বশেষ / ট্রাম কার্ড নিয়ে নান্নু আর ডমিঙ্গোর জুটি, চেপে ধরবেন ভারতের টুটি

ট্রাম কার্ড নিয়ে নান্নু আর ডমিঙ্গোর জুটি, চেপে ধরবেন ভারতের টুটি

দেশের ক্রিকেট পাড়ায় দুই আলোচিত চরিত্র রাসেল ডমিঙ্গো ও মিনহাজুল আবেদিন নান্নু। ভারতের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজের জন্য দেশে এসে একে ওপরকে বুকে জরিয়ে ধরলেন।

ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে চ্যানেল। তার আগেই হোম অফ ক্রিকেটে মাঝ মাঠে নামলো নান্নু আর রাসেল ডমিঙ্গো পরিকল্পনা সাজাতে ব্যাস্ত।

দুই মাস্টারমাইন্ড যে ভাবে আলোচনায় নিভিষ্ট ছিলেন তাতে একটা বেপার পরিষ্কার। টিম ইন্ডিয়ার জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।

বাজে আর যাচ্ছেতাই পারফরমেন্সই টি-টোয়েন্টি দায়িত্ব থেকে বাদ পড়া ডমিঙ্গো অন্য দুই ফরমেটে সুপার। দুই ফরমেটেই সেরা বেটার তামিম ইকবালকে টেকনিক্যাল পরামর্শ দিয়ার চিষ্টা কমতি ছিলোনা আফ্রিকান এই কোচের।

দেশ জুড়ে যখন ফুটবলের জুয়ার তখন মিরপুরে ডমিঙ্গো ও নান্নু দের ফিরে ব্যতিক্রম তামিম ইকবালই । এর আগে দেশের বাইরে ফিটনেস নিয়ে কাজ করেছিলেন। এবার ইসকেল ট্রেনিংটা সিরিয়াসলি করতে চান তামিম ইকবাল।

ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলনে প্রোটিয়া কোচ ও দেশ সেরা বেটার তামিম ইকবালকে বাটলে দিয়েছেন কেমন করে করতে হয় ব্যাটিং।

তামিম এর পর মিরপুরে তাসকিন আহাম্মদ পরিশ্রম নিষ্ঠা আর অধ্যবসাযয়ের আস্তার প্রতিকে পরিনতো হওয়া তাসকিন। চ্যালেন্জিং হোম সিরিজের সাগতিকদের ট্রাম কার্ড।

Check Also

ব্রাজিলিয়ানদের দাপটে তছনছ হয়ে গেল বার্সেলোনার স্বপ্ন

আরও একবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় বার্সালোনার নামটি হারিয়ে গেল। চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগ, সেখান থেকে …

Leave a Reply

Your email address will not be published.