Home / সর্বশেষ / আম্পিয়ারের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সাকিব

আম্পিয়ারের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ আবারো ভারতের বিপক্ষে ম্যাচ জিততে জিততে হেরে গিয়েছে টাইগাররা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৮৫ রানের টার্গেট দেয় ভারত।

জবাবে লিটন দাসের ব্যাটিংয়ে ৭ ওভারেই ৬৬ রান সংগ্রহ করে টাইগাররা। তবে এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টি শেষে বাংলাদেশের খেলা শুরু হলে টার্গেট দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রান।

যেটা নিয়ে অনেকেই অসন্তুষ্ট প্রকাশ করে। এ সময় আম্পিয়ারের সাথে কথা বলতে দেখা গিয়েছিল বাংলাদেশ দলপতি সাকিব আল হাসানকে।

তবে সাকিব আল হাসান জানিয়েছেন আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে কোনো অসন্তোষ ছিল না তার। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সাকিব আল হাসান বলেন,

“আম্পায়ার আমাদের ডেকে জানাল এভাবে ম্যাচ হবে, এত ওভার হবে, লক্ষ্য হবে এত। আমরা সেটা মেনে নিয়েছি। ড্রেসিংরুমে কেউ এটা নিয়ে কথা বলেনি। আমরাও খেলতে চাইছিলাম, জিততে চেয়েছিলাম। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।”

Check Also

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো দক্ষিণ আফ্রিকা…

যেখানে শেষ করেছিল, সেখান থেকেই যেন শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। ২৪ ঘণ্টা পার না হতেই …

Leave a Reply

Your email address will not be published.