Home / বাংলা হেল্‌থ / ফিল্ডিং কোচকে বিদায়, বিসিবির চিন্তায় দেশীয় কোচ

ফিল্ডিং কোচকে বিদায়, বিসিবির চিন্তায় দেশীয় কোচ

অবশেষে জাতীয় দলের ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তার সঙ্গে করা সবশেষ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর নতুন চুক্তি করা হবে না।

গত (শনিবার) তাকে ছাঁটাই করার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।আকরাম বলেছেন, ‘কুককে আমরা পাচ্ছি না।

ওর জায়গায় নতুন একজন স্থানীয় কোচ দায়িত্ব পালন করবেন। তিনি কে হবেন, সেটি আমরা ১৬ নভেম্বর ফাইনাল করবো। কুকের মেয়াদ শেষ পর্যায়ে আছে। ওর সঙ্গে আমরা চুক্তি নবায়ন করছি না। এজন্য ও এই সিরিজে থাকছে না।’

সাবেক এই অধিনায়ক আরো বলেন, ‘স্থানীয় কোচের (ফিল্ডিং) কিছু নাম আমাদের হাতে আছে। পাশাপাশি আমরা উঁচুমানের ফিল্ডিং কোচকেও দেখছি এবং আশা করছি মাসখানেকের মধ্যে পেয়ে যাবো।’

Check Also

শান্ত থেকে মুস্তাফিজ- ব্যাটিংয়ে পারদর্শী হবেন ১১ জনই

বল হাতে সবাইকে হয়ত ঘাম ঝরাতে হয় না, কিন্তু স্পেশালিষ্ট ব্যাটার নন যারা তাদেরও ক্রিজে …

Leave a Reply

Your email address will not be published.