দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুই দলের জন্যই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ।




ইতিমধ্যেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়লাভ করে শুরুটা ভালো করেছে টাইগাররা। তাইতো আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপেক্ষ ম্যাচে ভালো করতে চান অধিনায়ক সাকিব আল হাসান।




তবে আগামী কালকের ম্যাচের একাদশে আসতে পারে একটি পরিবর্তন। বরাবরই স্পিন বোলিংয়ে অনেক দুর্বল দক্ষিণ আফ্রিকা।




বিশেষ বাঁহাতি অর্থোডক্স স্পিনারদের চেয়ে দক্ষিণ আফ্রিকার অধিকাংশ ব্যাটারের স্ট্রাইক রেটই নেমে আসে ডানহাতি অফ স্পিনারদের ক্ষেত্রে।




সে ক্ষেত্রে একাদশে সুযোগ পাওয়ার বড় সম্ভাবনা রয়েছে মেহেদী হাসান মিরাজের। বাদ পড়তে পারেন ইয়াসির আলী রাব্বি।




তবে মেহেদী হাসান মিরাজ একাদশের সুযোগ পেলেও তাকে ওপেনিংয়ে ফেরানো হচ্ছে না। মূলত একজন বাড়তি ডান হাতে স্পিনারের প্রয়োজন দেখেই তাকে একাদশে নেয়া হচ্ছে।




সে ক্ষেত্রে তাকে ব্যাটিংয়ে দেখা যেতে পারে ৮ নম্বরে। আগামীকালকে ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার,




লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।