জমে উঠেছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ। ‘গ্রুপ ২’ এর পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত সবার উপরে অবস্থান করছে বাংলাদেশ দল।




নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার টুয়েলভ মিশন শুরু করা বাংলাদেশের পরই পাকিস্তানকে হারানো ভারতের অবস্থান।আবার ‘গ্রুপ ১’ এর পয়েন্ট টেবিলে সবার এখন পর্যন্ত সবার উপরে নিউজিল্যান্ড তারপরই শ্রীলঙ্কা।




প্রায় প্রতিটি দলের একটি করে ম্যাচের পর পয়েন্ট টেবিল নিয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টার প্রকাশ করে আইসিসি।




তবে গ্রাফিক্স করা পোস্টের ছবিতে বাংলাদেশের পতাকার পাশে নিউজিল্যান্ডের নাম লিখেছে তারা। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির ‘আইসিসি টি-২০ ওয়াল্ড কাপ’




নামের পেজটিতে গ্রুপ ১’ এর পয়েন্ট টেবিলে দেখা যায় বাংলাদেশের পতাকার পাশে লেখা আছে নিউজিল্যান্ডের নাম। সেভাবেই ভারতের পতাকার সামনে লেখা শ্রীলঙ্কার নাম।




সাউথ আফ্রিকার পতাকার সামনে লেখা ইংল্যান্ড। জিম্বাবুয়ের পতাকার সামনে আফগানিস্তান, পাকিস্তানের সামনে আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডের পতাকার সামনে অস্ট্রেলিয়া!




পরে অবশ্য ভুল শুধরে নিয়েছে আইসিসি। ঠিক করেই প্রকাশ করা হয়েছে দুই গ্রুপের পয়েন্ট তালিকা। এর আগেও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির এমন ভুল করার নজির রয়েছে। বেশ কয়েকবার তাদের এরকম ভুলের কারণে সমালোচনা হয়েই যাচ্ছে।