Home / সর্বশেষ / সাকিবের বিরোধিতা করতে কাতার যাচ্ছেন তামিম ইকবাল

সাকিবের বিরোধিতা করতে কাতার যাচ্ছেন তামিম ইকবাল

আর কয়েকদিন পরই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। প্রিয় দলের খেলা দেখতে কাতারে উড়াল দিচ্ছেন ভক্তরা। তাই বিশ্বকাপের একটি

ম্যাচের টিকিট পরিণত হয়েছে সোনার হরিণের মত। কিছুদিন আগেই জাতীয় টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছেন বলে জানা গিয়েছিল।

এবার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও পেয়ে গেলেন কাতার বিশ্বকাপের টিকিট। প্রিয় দল ব্রাজিলের খেলা দেখবেন স্টেডিয়ামে বসে। আজ শুক্রবার তামিম ইকবাল নিজের ভেরিফায়েড ফেসবুক

পেইজে জানিয়েছেন এই খবর। তিনি ব্রাজিল বনাম সার্বিয়ার ম্যাচের দুটি টিকিটের ছবিও পোস্ট করেছেন। ‘জি’ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৫

নভেম্বর বাংলাদেশ সময় রাত ১টায়। এর আগে সাকিব আল হাসান আর্জেন্টিনা বনাম মেক্সিকোর ম্যাচের টিকিট পেয়েছেন।

বিশ্বের সবগুলো ফুটবল ফেডারেশনকেই অল্প কিছু টিকিট দিয়ে থাকে ফিফা। তেমনি বাফুফে পেয়েছে ২৯০টি টিকিট। এই টিকিটগুলো

বিক্রি করা হয় স্থানীয় সাবেক-বর্তমান খেলোয়াড়, ক্লাব, পৃষ্ঠপোষক এবং অন্য খেলার খেলোয়াড়দের মধ্যে। সাকিব বাফুফে থেকে টিকিট নিলেও তামিম কোথা থেকে টিকিট পেয়েছেন তা জানাননি।

Check Also

ব্রাজিলিয়ানদের দাপটে তছনছ হয়ে গেল বার্সেলোনার স্বপ্ন

আরও একবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় বার্সালোনার নামটি হারিয়ে গেল। চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগ, সেখান থেকে …

Leave a Reply

Your email address will not be published.