



আইপিএলে আন্দ্রে রাসেলের ইনজুরির কারণে অনেক চিন্তায় পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে রাসেলের অভাব খুব সহজেই সাকিব পূরন করেছে বলে জানিয়েছেন দলের অধিনায়ক ইয়ন মরগান।




ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবারের আসরের শেষ করেছেন সাকিব আল হাসান।এর আগের ম্যাচে একাদশে সুযোগ পেয়ে ৪ ওভার বোলিং করে বেশি রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন একটি উইকেট।




গতকাল এবারের আসরের নিজের শেষ ম্যাচে রাজস্থান রয়েলসের মুখোমুখি হয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে প্রথম ওভারেই ১ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন একটি উইকেট।




ম্যাচ শেষে সাকিব আল হাসানের প্রশংসা করেছেন অধিনায়ক ইয়ন মরগান। ম্যাচ শেষে তিনি বলেন, “গত দুই ম্যাচে সাকিব দুর্দান্ত পারফরম্যান্স করেছে।




রাসেল দলে না থাকায় আমাদের একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান এবং একজন বোলার দলে প্রয়োজন ছিল। সাকিব রাসেলের অভাবটা খুব সহজেই পূরণ করেছে।




ম্যাচ শেষে সাকিবের প্রশংসা করে কলকাতা অধিনায়ক ইয়ন মরগান বলেন, ‘সাকিব দলে ফিরে গত দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে। রাসেল না থাকা মানে একজন স্পেশালিষ্ট ব্যাটসম্যান ও স্পেশালিষ্ট বোলারের দলে না থাকা। রাসেলের অভাব সাকিব খুব সহজেই পূরণ করেছে। দলে বড় ভূমিকা রাখছে”।