Home / সর্বশেষ / দলের যে অবস্থা আসরে দুটি ম্যাচ জিতলেও অনেক বড় অর্জন : মোসাদ্দেক

দলের যে অবস্থা আসরে দুটি ম্যাচ জিতলেও অনেক বড় অর্জন : মোসাদ্দেক

সেই বাংলাদেশ এবার সরাসরি মূল পর্ব তথা সুপার টুয়েলভে খেলছে। সুপার টুয়েলভের অন্যান্য দলের লক্ষ্য থাকে সেমিফাইনালে ওঠা।

তবে বাস্তবিক অর্থেই বাংলাদেশের সেই লক্ষ্য নেই। টানা হারতে থাকা দলটি এবার অন্তত দুটি ম্যাচ জিতলেই স্বস্তি নিয়ে দেশে ফিরবে।

সুপার টুয়েলভে বাংলাদেশের জয় এমন আরাধ্য বিষয়ই হয়ে উঠেছে। আফগানিস্তানের কাছে প্রস্তুতি ম্যাচে বিশাল ব্যবধানে হারের পর অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত জানান,

‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে একটা ম্যাচ জিতেছিলাম। এবার যদি দুইটা ম্যাচও জিততে পারি সেটা আমাদের জন্য অনেক বড় অর্জন আমি মনে করি। আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। সবার দোয়া চাই।’

আফগানদের কাছে ৬২ রানে হারলেও মনোবল হারানোর কোনো কারণ দেখছেন না এই তারকা। তিনি বলেন, ‘মানসিকভাবে ভেঙে পড়ার কিছু নেই।

আমাদের শুধু একটা উইনিং মোমেন্ট দরকার। সেটা যদি চলে আসে, পুরো দলের চেহারা বদলে যাবে। সেই বিশ্বাস সবার করা উচিৎ।’

‘আপনারা সবাই মাঠের পারফরম্যান্স দেখছেন। দলের ভেতরে কি হচ্ছে বা খেলোয়াড়রা কত বেশি চেষ্টা করছে সেটা শুধু আমরাই বলতে পারি। বলার জন্য বলা না… আমরা দেশবাসীকে একটা জয় এনে দিতে অনেক চেষ্টা করছি।’

এদিকে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম ইমপ্যাক্ট আর ইনটেন্টের মন্ত্র দিয়ে দলকে উজ্জীবিত করার চেষ্টা করলেও সাফল্য ধরা দিচ্ছে না বলে চলছে সমালোচনা।

মোসাদ্দেক অবশ্য কোচের পক্ষেই কণ্ঠ ছাড়লেন। তিনি বলেন, ‘ইমপ্যাক্ট বলুন বা এক্সিকিউশন এগুলো খারাপ কিছু না। এগুলো খুবই ভালো কথা যদি এক্সিকিউট করতে পারি। এক্সিকিউট করতে পারছি না বলেই দল হিসেবে ভালো করছি না।’

Check Also

রোমাঞ্চকর লড়াই শেষে সিরিজ জিতল আফগানিস্তান

পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই এক ম্যাচ হাতে রেখে জিতে নিল আফগানিস্তান। …

Leave a Reply

Your email address will not be published.