জিততে যেন ভুলে গেছে বাংলাদেশ হোক সেটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ কিংবা প্রস্তুতি ম্যাচ। অপেক্ষাকৃত দুর্বল সংযুক্ত আরব আমিরাতের




সাথে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছাড়া সর্বশেষ প্রতিটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। আজ তো বিশ্বকাপের নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে পাত্তাই পায়নি টাইগাররা।




আজ বাংলাদেশ দলের ব্যাটসম্যানদেরকে একাই ধসিয়ে দিয়েছেন আফগানিস্তানের ফাস্ট বোলার ফজল হক ফারুকি। ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়ে শান্ত-সাকিবকে বোল্ড করেছেন।




তাইতো একটি জয়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে টিম বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়া মোসাদ্দেকও দিতে পারলেন না কোন ব্যাখ্যা।




তার মতে, ২০ রানে (২৬ রান) ৪ উইকেট হারালে ঘুরে দাঁড়ানো কঠিন। মোসাদ্দেক বলেন, “ত্রিদেশীয় সিরিজে পজিটিভ কিছু ছিল। এই ম্যাচে পজিটিভ কিছুই নেই।




দ্রুত ৪ উইকেট হারালে ম্যাচে ফেরা কঠিন। প্রতিপক্ষকে ১৬০ রানে রাখতে পারা ভালো দিক। কিন্তু যে কন্ডিশনে, যাদের বিপক্ষেই খেলি ওই




রান তাড়া করতে হবে। ঘুরে দাঁড়াতে আমাদের একটা উইনিং মোমেন্ট দরকার। আমরা যে কতোভাবে একটা জয়ের চেষ্টা করছি, আমরাই জানি।”