আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা। মূলপর্বের ম্যাচ না হলেও বিশ্বকাপের আগে আজ আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।




ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। অন্যদিকে আজ বাংলাদেশে অনুষ্ঠিত হবে জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডের খেলা।




যেখানে জাতীয় জাতীয় ক্রিকেটের লীগে ফিরছেন সদ্য টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম। এশিয়া কাপের পর দেশে ফিরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম।




সামনে ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে এবং টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য আজ জাতীয় ক্রিকেট লিগে খেলবেন তিনি।




এই রাউন্ডে খেলবেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। গত শুক্রবার তার বিভাগীয় দল রাজশাহীতে যোগ দেন মুশফিক।




গত দুই দিন দলের সাথে অনুশীলনও করেছেন। রবিবার রাজশাহীর কোচ গোলাম মোর্তাজা বলেন, “আমরা পরের রাউন্ডে মুশফিকুর রহিমকে পাব।




দুই দিন ধরে তিনি অনুশীলন করছেন। সব ঠিকঠাক চলছে। তাকে ফিট দেখাচ্ছে এবং খুব ভালো অনুশীলন করেছেন।”
দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে রাজশাহী।




মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে খেলবে চট্টগ্রাম বিভাগ। এদিকে প্রথম রাউন্ডে সিলেটের বিপক্ষে চট্টগ্রামের হয়ে খেলেছেন তামিম। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। দুই ইনিংসে ৩১ ও ২০ রান করেন তিনি।