ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের। ১৩৭ রানের পুঁজি নিয়ে টাইগাররা বলার মতো প্রতিরোধও গড়ে তুলতে পারেনি।




টস জিতে কেন উইলিয়ামসন যখন বোলিং বেছে নিয়েছেন, তখনই কঠিন হয়ে উঠেছিল বাংলাদেশের কাজ, নাজমুল হোসেন শান্ত এমনই মনে করেন।




তার দাবি, এই উইকেটে, এই কন্ডিশনে প্রথমে ব্যাটিং করা সহজ কাজ ছিল না। পরে বোলিংয়েও বাংলাদেশকে বেকায়দায় ফেলেছে শিশির। সাকিব আল হাসানের মতো এই ওপেনারও তাই বাকি দুই ম্যাচের জন্য মুখিয়ে আছেন, যেখানে পুরো খেলাই দিনের আলোয়।




শান্ত বলেন, ‘সত্যি বলতে সহজ ছিল না। আমরা দল গড়ে তোলার চেষ্টা করছি। উন্নতির চেষ্টা করছি, বিশেষ করে ব্যাটিং। দেখা যাক শেষ দুই ম্যাচে কী হয়।




শিশিরের কারণে শুরুতে ব্যাটিং করা সহজ ছিল না। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং দেখে সহজই মনে হল। তখন আবার স্পিনারদের কাজ সহজ ছিল না। আমার মনে হয় দিনের ম্যাচগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।




দুই ইনিংসে এত তারতম্য থাকবে না।’ ব্যাট হাতে ভালো না করার পেছনে শান্ত দ্রুত উইকেট হারানোর ‘অভ্যাস’কেই দায়ী করছেন। তার ভাষায়, ‘মাঝখানের ওভারে ব্যাক টু ব্যাক উইকেট দিয়েছি।




প্রথম ইনিংস উইকেট এত সহজও ছিল না। আরেকটু স্মার্ট ক্রিকেট খেললে আরেকটু বড় স্কোর হতো পারত। মাঝখানে আরও ভালো ব্যাট করার সুযোগ ছিল।’
সূত্রঃ বিডিক্রিকটাইম