এবার ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় টি২০ টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২১ রানে হেরেছে বাংলাদেশ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মুহাম্মদ




রিজওয়ানের ৭৮ রানের উপর ভর করে ১৬৭ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারেনি কেউই।




এদিকে ওয়ানডে স্টাইলে খেলা বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র ইয়াসির আলী ছাড়া টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করতে পারেনি আর কোন ব্যাটসম্যান।




শেষের দিকে ইয়াসির আলীর ২১ বলে ৪২ রান শুধু হারের ব্যবধানে কমিয়েছে। তবে ম্যাচে শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হওয়া পাকিস্তানের ওপেনার




মোহাম্মদ রেজওয়ান জানিয়েছেন এটি অনেক ভালো ব্যাটিং উইকেট ছিল। সেই সাথে তিনি জানিয়েছেন তারা মনে করেছিলেন ম্যাচে তারা ১০-১৫ রান কম করেছে।




আজ ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোহাম্মদের রেজওয়ান বলেন, এটা আমার জন্য গর্বের মুহূর্ত এটি একটি ভাল ব্যাটিং ট্র্যাক ছিল,




আমরা ভেবেছিলাম ভাল খেলেও আমরা ১০-১৫ রান কম করেছি। আমাদের বোলাররা টোটাল ডিফেন্ড করতে ভালো করেছে”। তিনি আরও বলেন, “আমি সবসময় স্পাইক ব্যবহার করি,




কিন্তু আজ একটু পিচ্ছিল ছিল। আমি পরিশ্রমে বিশ্বাস করি এবং বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিই। এখানে কিছু সীমানা বড়। কিন্তু আমরা মেধার ভিত্তিতে বল খেলছি। পরিকল্পনা না থাকলে এটা কঠিন হয়ে পড়ে”।