Home / সর্বশেষ / সে কোন পেসার নয়, সে আসলে ‘বাঁহাতি স্পিনার’!

সে কোন পেসার নয়, সে আসলে ‘বাঁহাতি স্পিনার’!

বাংলাদেশের ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের অবস্থান অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। তার সেই ভয়ংকর কাটার আর প্রতিপক্ষ ব্যাটারদের বিপদে ফেলতে পারে না।

স্লগ ওভারে বেদম মার খান। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিতে পারেন না। অস্ত্রভাণ্ডারে নেই নতুন কিছু। সেই হারিয়ে যাওয়া মুস্তাফিজ কিন্তু এখনও প্রাসঙ্গিক।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র বিশ্লেষণে উঠে এসেছে, স্লোয়ার দেওয়া সেরা পেসারদের একজন বাংলাদেশের মুস্তাফিজ।

এতদিন কাটার, স্লোয়ার মিলিয়ে ব্যাটারদের বিপদে ফেলতে জুড়ি ছিল না মুস্তাফিজের। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাক পেতেন।

মিরপুরের স্লো উইকেটে তিনি এখনও ভয়ংকর। ক্রিকইনফো দাবি করেছে, মুস্তাফিজ মূলত বাঁহাতি পেসার হিসেবে পরিচিত হলেও তাকে আসলে ‘গতিময় বাঁহাতি স্পিনার’ বলা উচিত!

কারণ মুস্তাফিজ যেমন ১৪০ কিলোমিটার বেগে বল করতে পারে তেমন কবজির মোচরে দুর্দান্ত সুইংও করতে পারেন।
ক্রিকইনফোর মতে, মুস্তাফিজ বাঁহাতি হওয়ায় ব্যাটাররা তাকে খেলতে বিভ্রান্ত হন।

কারণ তার ডেলিভারি করা বলটি ‘অফ কাটার’ না ‘লেগ কাটার’- সেটা বুঝতেই হিমশিম খেতে হয়। এজন্যই তাকে বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়ংকর স্লোয়ার পেসার বলা হয়েছে।

ক্রিকইনফোর চোখে সেই তালিকায় আরও আছেন- ইংল্যান্ডের টাইমাল মিলস এবং জোফরা আর্চার, অস্ট্রেলিয়ার নাথান এলিস এবং ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো।

Check Also

রোমাঞ্চকর লড়াই শেষে সিরিজ জিতল আফগানিস্তান

পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই এক ম্যাচ হাতে রেখে জিতে নিল আফগানিস্তান। …

Leave a Reply

Your email address will not be published.