খেলায় তখন ৭ ওভার শেষে পাকিস্তান দলের দলীয় স্কোর ৫২ রান। ২৪ বলে ২২ রানে অপরাজিত পাকিস্তান কাপ্তান বাবর আজম ।




বোলিংয়ে পরিবর্তন করলেন টাইগার অধিনায়ক সোহান। এতেই মিলল সাফল্য। মেহেদী হাসান মিরাজের ইনিংসের প্রথম বলেই আউট বাবর আজম।




ফিরে যান ২৫ বলে ২২ রানে।এদিকে খেলার তিন ওভার ৫ বলে সহজ রান আউটের সুযোগ পায় বাংলাদেশ, কিন্তু সেই সুযোগ মিস করে বাংলাদেশ।




ব্যাটিংয়ে বাবর আজম, মিডল এবং পায়ের চারপাশে লেন্থে বল করলেন নাসুম আহমেদ। এটিকে মিড-উইকেটে ক্লিপ করেন বাবর আজম।




দৌড়ে রান নেওয়ার চেষ্টা করেন রিজওয়ান, তবে মিড উইকেটে থাকা ফিল্ডার সাব্বির বল ধরতে ব্যর্থ সহজ সুযোগ মিস করে বাংলাদেশ।




ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে পাকিস্তান দলকে ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান




একাদশে নেই। সাকিবের অনুপস্থিতিতে টস করেছেন নুরুল হাসান। ভ্রমণক্লান্তি দুর করতেই পাকিস্তানের বিপক্ষে নেই সাকিব।