সাকিব আল হাসান ইস্যুতে নতুন আলোচনা শুরু হয়েছে বিসিবির একটি বার্তার ভিত্তিতে। মিডিয়া গ্রুপে সাংবাদিকদের জানানো সেই




বার্তার সারকথা হচ্ছে ৪ তারিখে সাকিবের দলের সাথে পৌছানোর কথা থাকলেও টিকিট সংক্রান্ত জটিলতার কারনে সাকিব পৌছুতে পারেননি।




৬ তারিখে সন্ধ্যায় যুক্ত হয়ে তিনি পরদিন ম্যাচদিন ম্যাচ খেলতে নামবেন। সাকিবের সিপিএলের শেষ ম্যাচ ছিল ২৮ সেপ্টেম্বর। নিউজিল্যান্ডে বর্তমানে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়াতে ভ্রমনপিপাসুদের প্রচুর চাপে টিকিটের সংকট তৈরী হয়েছে।




১ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা তোলা হলেও সেই ঘোষণা ছিল অনেক আগে থেকেই৷ ঠিক সে কারনে অগ্রিম টিকিটের
চাপেই টিকিট পাচ্ছেননা কেউই। বাংলাদেশ থেকে সাংবাদিক এবং বোর্ড কর্তাদেরও কেউ কেউ যেতে পারছেননা বলে জানা যাচ্ছে।




অ্যালান ডোনাল্ড, সাকিব আল হাসানরা পৌছুতে না পারলেও ২ অক্টোবরে ইংল্যান্ডের সাথে সিরিজ শেষ করে পাকিস্তানের টিকিট সংক্রান্ত কোন ঝামেলা হয়নি কারন পাকিস্তান দলের টিকিট অনেক আগে থেকেই কনফার্ম করা ছিল।




অ্যালান ডোনাল্ড এবং সাকিব আল হাসান যদি একইভাবে বাংলাদেশ দলের সাথে যেতে পারতেন তবে এই সমস্যার সৃষ্টি হতো না কিন্তু সাকিব ছিলেন ওয়েস্ট ইন্ডিজে সিপিএলে অংশ নিতে।




সিপিএলের ফাইনাল খেললেও সাকিব আল হাসান ১ অক্টোবরই রওনা হতে পারতেন কিন্তু টিকিট সংক্রান্ত জটিলতার কারনে সেটি পারেননি।




পুরো তথ্যের উপর ভিত্তি করে একটি প্রশ্ন উঠে যায়…টিকিট সংক্রান্ত এই জটিলতার খবর চলছে অনেক আগে থেকেই৷ পেশাগত ভাবে সিপিএল কতৃপক্ষ,




সাকিব কিংবা বোর্ড থেকেই কি টিকিটের বিষয়ে একটু গুরুত্ব দিয়ে দেখা গেলে সাকিব পৌছাতে পারতেন কিনা! উত্তর দেবেন কে?