চলতি বছরের অক্টোবর মাসেই অস্ট্রেলিয়াতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই আসরকে সামনে রেখে বিশ্বকাপের প্রস্তুতি সারতে




বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। চলতি মাসেই মাঠে গড়াবে এই ত্রিদেশীয় সিরিজ।




ত্রিদেশীয় এই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে দল




ঘোষণার কাজটিও সেরে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৭ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে এই ত্রিদেশীয় সিরিজ।




ত্রিদেশীয় এই সিরিজে প্রথম পর্বে প্রত্যেক দক একে অপরের মুখোমুখি হবে দুইবার করে। এরপর সর্বোচ্চ পয়েন্টের অধিকারী দুই দল খেলবে ফাইনাল।




সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। এক নজরে ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচিঃ-




৭ অক্টোবর — বাংলাদেশ বনাম পাকিস্তান (বাংলাদেশ সময় সকাল ৮ টায়) ৮ অক্টোবর — নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (বাংলাদেশ সময় দুপুর ১২ টায়)




৯ অক্টোবর — বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (বাংলাদেশ সময় দুপুর ১২ টায়) ১১ অক্টোবর — পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (বাংলাদেশ সময় সকাল ৮ টায়)




১২ অক্টোবর — বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (বাংলাদেশ সময় সকাল ৮ টায়) ১৩ অক্টোবর — বাংলাদেশ বনাম পাকিস্তান (বাংলাদেশ সময় সকাল ৮ টায়) ১৪ অক্টোবর — ফাইনাল (বাংলাদেশ সময় সকাল ৮ টায়)