Home / সর্বশেষ / লিটন কিংবা সোহান নয়, বাংলাদেশ দলের জন্য স্মার্ট অধিনায়ক খুঁজে পেল বিসিবি

লিটন কিংবা সোহান নয়, বাংলাদেশ দলের জন্য স্মার্ট অধিনায়ক খুঁজে পেল বিসিবি

সীমিত ওভারের ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে নির্ভর যোগ্য ব্যাটসন্যানের নাম বললে সেখানে আফিফ হোসেনের নাম থাকবেই।

গত কয়েক বছরে ওয়ানডে টি২০ তে ধারাবাহিক ভাবেই রান করছেন আফিফ। বিশেষ করে যে টি২০ ফারম্যাটে বাংলাদেশ বেশি সংগ্রাম করছে তিনি সেখানেই একটু বেশি সফল।

গত ১০টি টি-২০ ম্যাচে আফিফ ৪৪ গড়ে ১৩০ এর উপর স্ট্রাইক রেটে রান করেছেন ৩০৯। যা এই ফরম্যাটে চোখে লাগার মতই।

তার চেয়েও বড় কথা আফিফের রান তোলার গতি ভালো। দরকার হলে বড় শটও খেলতে পারেন। আত্মবিশ্বাসও ভালো। বিসিবিও তাকে সাধীনভাবে খেলতে দিতে চায়।

হয়তো টি-২০ তে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবেও বিবেচনাতে আছেন। আফিফ এখন যেভাবে খেলে যাচ্ছেন তা যদি ধরে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে এমন কোনো দায়িত্বে তাকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Check Also

রোমাঞ্চকর লড়াই শেষে সিরিজ জিতল আফগানিস্তান

পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই এক ম্যাচ হাতে রেখে জিতে নিল আফগানিস্তান। …

Leave a Reply

Your email address will not be published.