Home / সর্বশেষ / রোনালদোর সাথে বেঈমানির রেজাল্ট পেল ইউনাইটেড

রোনালদোর সাথে বেঈমানির রেজাল্ট পেল ইউনাইটেড

ম্যানচেষ্টার ইউনাইটেডের অন্যতম অভিজ্ঞ দুই প্লেয়ার হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ক্যাসমিরো। দুজনেই সাবেক রিয়াল মাদ্রিদ তারকা এবং দুজনেই সাবেক বিশ্বজয়ী প্লেয়ার।

রিয়াল মাদ্রিদে অনেক ইতিহাসের সাক্ষী এই দুজন। তারমধ্যে রোনালদো গত মৌসুমে এসেছিলেন ম্যানইউতে এবং ক্যাসমিরো ম্যানইউতে এসেছেন চলতি মৌসুমে।

রোনালদো এখন আগের মত ফর্মে নেই। তার ফর্মের সঙ্গে টানাটানি চলছে। কিন্তু ক্যাসমিরো এখনও কতটা বিপজ্জনক সেটা প্রমান করেছেন তিনি।

এমনকি চলতি মৌসুমে রিয়ালের হয়ে সুপার কাপের ফাইনালেও ম্যাচসেরা প্লেয়ার ছিলেন তিনি। কিন্তু আজকের হাইভোল্টেজ ম্যানচেষ্টার ডার্বিতে

এই দুজন প্লেয়ারকেই একাদশের বাইরে রেখেছেন কোচ এরিক টেন হাগ। এই ম্যাচে তার দল হেরেছে ৬-৩ গোলে। ম্যাচে চার গোল হজমের পর ৫৯ মিনিটে মাঠে নেমেছিল ক্যাসমিরো। কিন্তু রোনালদোকে তো নামানোর প্রয়োজনই মনে করেনি কোচ।

Check Also

রোমাঞ্চকর লড়াই শেষে সিরিজ জিতল আফগানিস্তান

পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই এক ম্যাচ হাতে রেখে জিতে নিল আফগানিস্তান। …

Leave a Reply

Your email address will not be published.