ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে যাওয়া হলোনা সাকিবদের। প্রথম কোয়ালিফায়ারের হারের পর দ্বিতীয় কোয়ালিফায়ারেও হারলো সাকিবরা৷




এবার জ্যামাইকার কাছে ৩৭ রানে হেরে প্লে-অফ থেকে বিদায় নিতে হলো গায়ানাকে। টসে জিতে বোলিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল গায়ানা।




১৬ রানের ভেতর জ্যামাইকার দুই ওপেনারকে ফেরত পাঠায়। কিন্তু শারমান ব্রুুকসের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগুতে থাকে জ্যামাইকা।




ব্রুকসের ৫২ বলে অপরাজিত ১০৯ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ২২৬ রান সংগ্রহ করে জ্যামাইকা। বল হাতে আলো ছড়াদে পারেননি সাকিব।




৩ ওভার বোলিং কোন উইকেট পাননি সাকিব। রান দিয়েছেন ৩০। সবচেয়ে খরুচে ছিলেন ওশেন স্মিথ। ৪ ওভার বোলিং করে ৬৪ রান দেন এই বোলার৷




উইকেট নিয়েছেন ১ টি। রান তাড়া করতে নেমে ভালো শুরু এনে দেন গুরবাজ। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ১৬ বলে ২২ রান করে ফেরেন তিনি।




এরপর সাকিব নেমে করেছেন ৬ বলে ৫ রান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় গায়ানা। সর্বোচ্চ ৩৭ বলে ৫৬ রান করেন কিমো পল।