টানা সাত ম্যাচ কোন দল গোল করতে পারেনি তিউনিসিয়ার বিপক্ষে। এই পরিসংখ্যান থেকে তিউনিসিয়ার ডিফেন্স কতটা শক্তিশালী সেটা বুঝা যায়।




ব্রাজিল যখন তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল, তখন অনেকেই বলেছিল তিউনিসিয়ার ডিফেন্স ভাঙা ব্রাজিলের জন্য কঠিন হতে পারে।




কিন্তু কিসের কি? উল্টো ব্রাজিলের আক্রমন ভাগ সামলাতেই হিমশিম খেতে হল তিউনিসিয়ার ডিফেন্সকে। কিন্তু তাতেই বা সফল হল কোথায়?




গুনে গুনে পাঁচ গোল হজম করেছে তারা। তারমধ্যে বিরতির আগেই হজম করতে হল ৪ গোল। দুটি গোল একাই করেছেন রাফিনহা। অন্য দুটি গোল রিচার্লিশন ও নেইমারের।




৪০ মিনিটের মধ্যেই চার গোল হজম করা তিউনিসিয়া ৪২ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। অবশ্য ১০ জন নিয়েই তারা ভালো




খেলেছে। কেননা, ১১ জন নিয়ে যেখানে ৪ গোল হজম করেছে, সেখানে ১০ জনে বাকি ম্যাচে হজম করেছে এক গোল।