Home / সর্বশেষ / আলভারেজের বদলি হিসেবে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি

আলভারেজের বদলি হিসেবে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজকে জ্যামাইকার বিপক্ষে মাঠে নেমেছিল জায়ান্ট আর্জেন্টিনা। এই ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে পরাজিত হয় জ্যামাইকা।

চলতি মাসে এটা ছিল আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচেও আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। বদলি হয়ে নেমেও করেছেন জোড়া গোল। অন্য গোলটি করেন আলভারেজ।

লিওনেল মেসিকে বিশ্রাম দিয়ে একাদশ সাজিয়েছিলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। তার জায়গায় মাঠে নামেন আলভারেজ। ম্যানসিটির এই তারকাই ১৩ মিনিটে গোল করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে।

বিরতির পর আলভারেজের বদলি হয়েই মাঠে নামেন লিওনেল মেসি। আর শেষ মুহূর্তে তিনি পেয়ে যান জোড়া গোল। ৮৬ মিনিটে প্রথম গোলের পর ৮৯ মিনিটে আরও একটি গোল করেন তিনি।

আগের ম্যাচে হুন্ডুরাসের বিপক্ষেও আর্জেন্টিনা জিতেছিল ৩-০ গোলে এবং মেসি করেছিলেন জোড়া গোল। আজকেও তিনি করলেন জোড়া গোল।

Check Also

রোমাঞ্চকর লড়াই শেষে সিরিজ জিতল আফগানিস্তান

পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই এক ম্যাচ হাতে রেখে জিতে নিল আফগানিস্তান। …

Leave a Reply

Your email address will not be published.