Home / সর্বশেষ / জামাইকা ও হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামার আগেই নি ষিদ্ধ হলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার

জামাইকা ও হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামার আগেই নি ষিদ্ধ হলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার

মেসিদের ম্যাচের আগেই দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছে অ্যাঞ্জেল ডি মারিয়া। চোট কাটিয়ে মাঠে ফেরার পর আবার বাইরে বসে থাকতে হচ্ছে তাকে।

কারন প্রতিপক্ষের একজনকে কনুই মারায় জুভেন্টাসের এই মিডফিল্ডারকে কাড দেখিয়েছে রেফারি। লাল কাড দেখে মাঠ থেকে বেড়িয়ে যান ডি মারিয়া।

অ্যাঞ্জেল ডি মারিয়া লাল কাড পাওয়ার পর ওই ম্যাচটি আর জিততে পারেনি জুভেন্টাস। হেরে যায় ১-০ গোলে মনজার কাছে।

মূলত কাডটি পান মনজার ডিফেন্ডার আরমান্দো ইৎজোর বুকে কনুই দিয়ে আঘাত করায় হাফ টাইমের ৫ মিনিট আগে সরাসরি লাল কার্ড পান ডি মারিয়া।

অসুলভ আচরণের জন্য সেরিয়ার ‘স্ট্যান্ডার্ড’ শাস্তি দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ডি মারিয়া। তবে শাস্তি বড় হতে পারত যদি আঘাতটি গুরুতর হত।

চোটের কারনে তিনটি ম্যাচ খেলতে পারেনি ডি মারিয়া। এবার আরো দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন জুভেন্টাসের ভরসা মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া।

আবার আর্জেনটিনার দুটি প্রীতি ম্যাচ আছে জামাইকা ও হোন্ডারসের বিপক্ষে । ক্লাব ফুটবলে লাল কার্ড পাওয়ার পর সেই দুটি ম্যাচ খেলতে পারবে কিনা তা নিয়ে চিন্তায় আছে সকলেই।

জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে হেরেছে দুই ম্যাচের দুটিই। অন্যদিকে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে আছে জুভেন্টাস।

আবার ২ অক্টোবর ঘরের মাঠে বোলোনিয়ার বিপক্ষে ও ৮ অক্টোবর এসি মিলানের মাঠে দুটি ম্যাচ খেলবে জুভেন্টাস। কিন্তু দি মারিয়াকে পাবে না সেই দুটি ম্যাচে জুভেন্টাস। আর্জেনটিনার দুটি প্রীতি ম্যাচেও দেখা না যেতে পারে ডি মারিয়া কে।

Check Also

ব্রাজিলিয়ানদের দাপটে তছনছ হয়ে গেল বার্সেলোনার স্বপ্ন

আরও একবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় বার্সালোনার নামটি হারিয়ে গেল। চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগ, সেখান থেকে …

Leave a Reply

Your email address will not be published.