Home / খেলার খবর / দুই তরুন ক্রিকেটারকে বাদ দিয়ে টি-২০ বিশ্বকাপের জন্য নিজের পছন্দের স্কোয়াড ঘোষণা করলেন আশরাফুল

দুই তরুন ক্রিকেটারকে বাদ দিয়ে টি-২০ বিশ্বকাপের জন্য নিজের পছন্দের স্কোয়াড ঘোষণা করলেন আশরাফুল

আগামী ১০ সেপ্টেম্বর-এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। গত রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে নিয়েছে বিসিবি।

ধারণা করা হচ্ছে আগামীকাল যে কোন এক সময় ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের পছন্দের স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

তামিম ইকবাল না থাকায় বর্তমান তিন ওপেনারকে স্কোয়াডে রেখেছেন মোহাম্মদ আশরাফুল। এছাড়াও শামীম হোসেন পাটোয়ারীর পরিবর্তে আমিনুল ইসলাম বিপ্লবকে দলে রাখতে চান মোহাম্মদ আশরাফুল।

মোহাম্মদ আশরাফুলের পছন্দের স্কোয়াড : সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব।

Check Also

দুর্দান্ত খেলেও শেষ মুহুর্তে দুই গোল খেয়ে বিশ্বকাপ শুরু করলো মানের সেনেগাল

বিশ্বকাপে আগে কখনোই গ্রুপপর্বে আফ্রিকার কোন দলের কাছে হারেনি নেদারল্যান্ডস। অন্য দিকে সেনেগালও বিশ্বকাপে দু …

Leave a Reply

Your email address will not be published.