Home / সর্বশেষ / মেসির অনুরোধ সরাসরি নাকচ করে দিল পিএসজি

মেসির অনুরোধ সরাসরি নাকচ করে দিল পিএসজি

গত সামারে বার্সালোনা কয়েকজন প্লেয়ারকে বিক্রি করেছে। আরও কয়েকজনকে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বিক্রি করতে পারেনি।

আর এই বিক্রি করতে চাওয়া প্লেয়ারদের মধ্যে ছিল জর্দি আলভা। বার্সালোনা চেয়েছিল আলভাকে বিক্রি করতে। শেষ মুহূর্তে ইন্টার মিলানের অফারও এসেছিল তার জন্য।

কিন্তু আলভা সেই অফার প্রত্যাখ্যান করে বার্সাতেই থেকে যায়। কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে পারত যদি পিএসজি তাকে কেনার জন্য আগ্রহী হত।

লিওনেল মেসি নাকি পিএসজি সভাপতিকে অনুরোধ করেছিল তাকে কেনার জন্য। বিষয়টি জানিয়েছে স্প্যানিশ গনমাধ্যম এল ন্যাসিওনাল। তারা জানিয়েছে,

মেসি চেয়েছিল আলভাকে যেন পিএসজি কিনে। কিন্তু পিএসজি তাকে কেনার আগ্রহ দেখায়নি। পিএসজি মনে করে যে, আলভা তার ক্যারিয়ারের সেরা সময় শেষ করে ফেলেছে।

যদিও আলভাকে কিনলেও লাভ হত না খুব একটা। কেননা, পিএসজি কোচ গালটিয়েরের নাম্বার ওয়ান লেফটব্যাক হচ্ছেন নুনু মেন্ডেস। তার কারণে খেলার সময়ও পাওয়া কঠিন হত আলভার।

Check Also

রোমাঞ্চকর লড়াই শেষে সিরিজ জিতল আফগানিস্তান

পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই এক ম্যাচ হাতে রেখে জিতে নিল আফগানিস্তান। …

Leave a Reply

Your email address will not be published.