Home / সর্বশেষ / মেসিকে তাড়িয়ে এথলেটিকো মাদ্রিদে থাকা সতীর্থকে পিএসজিতে আনছে এমবাপ্পে

মেসিকে তাড়িয়ে এথলেটিকো মাদ্রিদে থাকা সতীর্থকে পিএসজিতে আনছে এমবাপ্পে

পিএসজিতে সময়টা ভালো কাটছে না লিওনেল মেসির। প্রথম মৌসুমে বাজে পারফরম্যান্সের পর এবার ক্লাবের ভিতরে শুরু হয়েছে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে নতুন কোন্দল।

এবার গুঞ্জন উঠেছে পিএসজি থেকে মেসিকে হটিয়ে আতোয়ান গ্রীজম্যানকে আনতে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুমে কিলিয়ান এমবাপ্পেকে দলে ধরে

রাখতে বেশ কয়েকটি উদ্ভট শর্ত মেনে নিয়েছিলেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। সেসব শর্তের মধ্যে রয়েছে পিএসজির স্পোর্টিং প্রজেক্টে কিলিয়ান

এমবাপ্পের কর্তৃত্ব। দলের একাদশ, কোচ কে হবেন এবং কোন খেলোয়াড়কে বিক্রি করে কোন খেলোয়াড়কে কিনবে সবকিছুতেই থাকবে কিলিয়ান এমবাপ্পের আধিপত্য।

এবার সেইসব ক্ষমতার প্রয়োগ করতে শুরু করেছেন কিলিয়ান এমবাপ্পে। বার্সা ইউনিভার্সাল জানিয়েছে, লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি ক্ষীণ হয়ে আসায় এবার ভিন্ন পথে হাঁটছে পিএসজি।

এদিকে লিওনেল মেসিকে কদিন আগে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেইন। তবে পিএসজির সেই প্রস্তাবে সাড়া দেননি লিওনেল মেসি।

মেসি জানিয়েছে, কাতার বিশ্বকাপের পরই তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিবেন। বিশ্বকাপের আগে সিদ্ধান্ত নিতে নারাজ মেসি। এছাড়াও ক্লাবে কিলিয়ান এমবাপ্পের

উগ্র আচরণ এবং মাঠে এমবাপ্পের স্বার্থপরতা এবং ক্লাবের অভ্যন্তরীণ কোন্দলে বিরক্ত লিওনেল মেসি। এসব কারণে পিএসজিতে থাকার ইচ্ছা নেই লিওনেল মেসির।

এসবের মাঝে এবার লিওনেল মেসির পরিবর্তে দলে গ্রীজম্যানকে আনতে পিএসজিকে প্রস্তাব দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। বর্তমানে বার্সালোনা থেকে ধারে অ্যাতলেটিকো

মাদ্রিদের হয়ে খেলছেন গ্রীজম্যান। কিলিয়ান এমবাপ্পের এমন প্রস্তাবে সাড়া দিয়ে গ্রীজম্যানকে দলে আনার জন্য পরিকল্পনা গ্রহণ করছে পিএসজি। ৩৫-৪০

মিলিয়ন ইউরোর বিনিময়ে আঁতোয়ান গ্রীজম্যানকে দলে টানতে চায় পিএসজি। যে কিনা লিওনেল মেসির বিকল্প হতে পারে পিএসজিতে। এমবাপ্পের চাওয়াতেই মূলত তার স্বদেশী গ্রীজম্যানকে দলে নিতে চলেছে পিএসজি।

Check Also

বিশ্বকাপে সব ম্যাচ হারলেও মোটা অংকের টাকা পাবেন সাকিবরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র দুই সপ্তাহ বাকি। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় বসবে বিশ্বকাপের আসর। …

Leave a Reply

Your email address will not be published.