Home / সর্বশেষ / শুধু ক্ষমা চাইলেই হবেনা আরো বেশি পাস দিতে হবে: এমবাপ্পে

শুধু ক্ষমা চাইলেই হবেনা আরো বেশি পাস দিতে হবে: এমবাপ্পে

নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পের মধ্যে সম্পর্কের অবনতির খবর এখনও টাটকা। এরমধ্যেই কিলিয়ান এমবাপ্পের আরেকটি ভিডিও প্রকাশ হয়েছে এবং

সেটা নিয়েও শুরু হয়েছে সমালোচনা। এই ঘটনা ঘটেছিল গত মৌসুমে। তবে ভিডিওটি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। অ্যামাজন প্রাইম ভিডিও হাকিমি এবং

এমবাপ্পের এই ভিডিওটি ধারণ করেছিল। ভিডিওতে দেখা যায়, এমবাপ্পে হাকিমিকে বলছে, তুমি কি ভিডিওটি দেখেছো? হাকিমি উত্তর দেয় হ্যা, দেখেছি।

তখন এমবাপ্পে বলেন, তোমার উচিত ছিল আমাকে পাস দেওয়া। তখন হাকিমি বলে, যদি এটা হয় তাহলে আমি দুঃখিত। এমবাপ্পে বলেন, শুধু দুঃখিত বললেই হবে না, ভালো বল পাস দিতে হবে।

Check Also

ব্রাজিলিয়ানদের দাপটে তছনছ হয়ে গেল বার্সেলোনার স্বপ্ন

আরও একবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় বার্সালোনার নামটি হারিয়ে গেল। চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগ, সেখান থেকে …

Leave a Reply

Your email address will not be published.