ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোতে ট্রান্সফার মার্কেট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। কিন্তু এখনও ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন ক্লাবে যাওয়ার পথ খোলা আছে।




সেই ক্লাবটি হচ্ছে তুরস্কের ফেনেরবাচ। ক্রিশ্চিয়ানো রোনালদো চলতি মৌসুমে ক্লাব ছাড়তে মরিয়া ছিল। তিনি এমন ক্লাবে যেতে চান যারা চ্যাম্পিয়নস লিগে প্রতিদ্বন্দ্বীতা করবে।




কিন্তু অনেক চেষ্টা করেও ভালো ক্লাবকে রাজি করাতে পারেননি। ফলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোন লিগের ক্লাবেই আর যাওয়ার সুযোগ নেই তার।




কিন্তু এখনও ফেনেরবাচে যেতে পারেন তিনি। কেননা, তুরস্কের ট্রান্সফার মার্কেট এখনও খোলা রয়েছে। তুরস্কের গনমাধ্যমগুলো দাবী করেছে, রোনালদো ফেনেরবাচের কোচ জর্জ জেসুসকে জানিয়েছে,




সে ফেনেরবাচে খেলতে আগ্রহী। যদি ফেনেরবাচ এখন রোনালদোকে কিনতে পারে তাহলেই আগামী মৌসুমে দেখা যাবে রোনালদোকে চ্যাম্পিয়নস লিগে।