লিজেন্ডস লিগ ক্রিকেটে (এএলসি) দ্বিতীয় আসর শুরুর আগে ড্রাফট থেকে বিভিন্ন দেশের ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।




যেখানে প্লেয়ার্স ড্রাফট থেকে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দলে নিয়েছে ইন্ডিয়া ক্যাপিটালস। দলটির নেতৃত্বে রয়েছেন গৌতম গম্ভীর।




এ ছাড়া এবারের আসরে ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে খেলবেন রবি বোপারা, প্রভীন তাম্বে, দীনেশ রামদিন, আসগর আফগান, মিচেল জনসন, লিয়াম প্ল্যাংকেট,




রজত ভাটিয়া, হ্যামিলন্টন মাসাকাদজার মতো ক্রিকেটাররা। লিজেন্ডস লিগের এবারের আসর অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। দেশটির মোট ছয়টি শহরে হবে




চার দলের এই টুর্নামেন্ট। কলকাতা, লক্ষ্ণৌ, দিল্লি, যোধপুর, কোটাক এবং রাজকোটে অনুষ্ঠিত হবে এবারের আসরের সবগুলো ম্যাচ। এবারের আসরে অংশ নেবে ইন্ডিয়া ক্যাপিটালস,




মানিপাল টাইগার্স, গুজরাট জায়ান্টস, বিলওয়ারা কিংস।আগামী ২০ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এই টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুম। আর শেষ হবে ৮ অক্টোবর।