ডেথ বোলিংয়ে নতুন অস্ত্র মোস্তাফিজকে নিয়ে যা বললেন নিক পোথাস

আন্তর্জাতিক অভিষেকেই সাড়া ফেলেছিলেন মুস্তাফিজুর রহমান। এরপর সময়ে সঙ্গে কিছুটা ধার কমেছে ঠিকই, কিন্তু ডেথ বোলিংয়ে এখনো দেশের সেরা পেসার তিনি। এমনকি বিশ্বেও সেরাদের একজন, এমনটাই মনে করেন নিক পোথাস।

সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচটা বেশ রোমাঞ্চকর ছিল। যেখানে শেষের দিকে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ। তার নিয়ন্ত্রিত বোলিং বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছে। শুধুই এই ম্যাচ নয়, আরও বেশ কিছু ম্যাচে ডেথ ওভারে তিনি বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন।

আজ মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে আসেন দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ নিক পোথাস। এ সময় মুস্তাফিজের পারফর্মমেন্স মূল্যায়ন করে পোথাস বলেন, ‘মুস্তাফিজকে যদি রাত তিনটায় ঘুম ভাঙিয়ে বলেন, ডেথ ওভারে বল করতে। তবুও সে ভালো বল করবে।’

আজকের ম্যাচেরো বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজ। কিউইদের টপ অর্ডার একাই ভেঙে দিয়েছেন এই বাঁহাতি পেসার। ৭ ওভার বোলিং করে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *