লেখার ভাষাটাও খুঁজে পাচ্ছি না, কি দিয়ে শুরু করব! ২০১২ এশিয়া কাপ ফাইনাল, ২০১৮ এশিয়া কাপ ফাইনাল, আজ শ্রীলংকার বিপক্ষে হার। একই সুতোয় গাথা বাংলাদেশের তিনটি পরাজয়।




যে পরাজয়ে কষ্ট পেয়েছে কোটি ভক্ত। শ্রীলংকার বিপক্ষে এমন পরাজয়ের পর হৃদয় ভেঙেছে লিটন দাসের। শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়ে ভাঙার ছবি দিয়েছেন লিটন।




বাংলাদেশের দেয়া ১৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারের সুবাদে ভালো সূচনা পায় শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে আসে ৪৫ রান। পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে এসেই জোড়া উইকেট তুলে নেন ইবাদত। নিজের করা পরের ওভারে ফেরান দানুস্কা গুনাথিলাকাকে।




২০ রানে পাথুম নিশানকা, ১ রানে চারিথ আশালাঙ্কা ও ১১ রানে ফেরেন গুনাথিলাকা। আর তাসকিন আহমেদের বলে আউট হওয়ার আগে মাত্র ২ রান করেন ভানুকা রাজাপাকসে।




পঞ্চম উইকেট জুটিতে কুশল মেন্ডিস ও দাসুন শানাকার মাত্র ৩৪ বলে ৫৪ রানের জুটিতেই জয়ের স্বপ্ন দেখে শ্রীলঙ্কা। এদিকে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন মেন্ডিস।




মোস্তাফিজের বলে আউট হওয়ার আগে ৩৭ বলে ৬০ রান করেন তিনি। আর ২ রান করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩৩ বলে ৪৫ রান করে আউট হন




দলনেতা দাসুন শানাকা। ১০ বলে ১৬ রান করেন চামিকা করুনারত্নে। ১০ রানে আসিথা ও শূন্যরানে শূন্যরানে অপরাজিত থাকেন মহেশ থিকসেনা।