বিপিএলে সাকিব দল কিনতে চান, ঢাকা, কুমিল্লা ও খুলনা খেলতে চায় না! বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)




আগামী তিন আসরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল। ‘এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট’ জমা দেওয়ার সময় শেষ হয়েছে। এই সময়ে মোট নয়টি




প্রতিষ্ঠান বিপিএলে দল পেতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা যায়। তবে, চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল নিতে আগ্রহ দেখায়নি। শুধু কুমিল্লা ভিক্টোরিয়ান্স নয়,




বেক্সিমকো গ্রুপের ঢাকা ডায়নামাইটস ও জেমকন গ্রুপের খুলনা টাইটান্সও দল নিতে আগ্রহ দেখায়নি। যারা নিয়মিত ও বিগ বাজেটের দল গড়তো।




তবে আখতার গ্রুপ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স, প্রগতি গ্রুপ সিলেট সানরাইজার্স, ফরচুন গ্রুপ বরিশাল। মোনার্ক মার্ট এবং মাইন্ড ট্রিও বিপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে।




আগামী কয়েক দিনের ভেতরে বিপিএল গভর্নিং কাউন্সিল আগ্রহী প্রতিষ্ঠান গুলোর কাগজপত্র যাচাই-বাছাই করে সাতটি প্রতিষ্ঠানকে বেছে নেবে।