Home / সর্বশেষ / মেসিকে নিয়ে কোচের ভুলে কপাল পুড়লো পিএসজির!

মেসিকে নিয়ে কোচের ভুলে কপাল পুড়লো পিএসজির!

পার্ক দেস প্রিন্সেসে এস মোনাকোর সাথে হোঁচট খেয়ে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। ঘরের মাঠে এদিন ছন্নছাড়া ফুটবল খেলেছে পিএসজি। শুরু থেকেই মোনাকোর সামনে বিপর্যস্ত হয়ে পড়ে পিএসজির ডিফেন্স।

ম্যাচে নিজদের হারিয়ে ফেলা পিএসজি ২০তম মিনিটের সময় এক গোল হজম করে বসে। কেভিন ভল্যান্ডের গোলে ১-০ তে এগিয়ে যায় মোনাকো।

প্রথমার্ধেই পিছিয়ে পড়া পিএসজি নিজেদের ম্যাচে ফেরার চেষ্টায়। তবে বার বার গোলমুখে গিয়ে পরাস্ত হতে হয়েছে নেইমার-এমবাপ্পেদের।তবে প্রথমার্ধের ৪৪তম মিনিটে সমতায় ফিরতে পারতো পিএসজি।

ডি-বক্সের বাইরে থেকে নেওয়া লিওনেল মেসির শট গিয়ে লাগে বার পোস্টে সেই বল ফাঁকা ডি-বক্সে আবার পেয়ে যান কিলিয়ান এমবাপ্পে। তবে তার নেওয়া শটটিও বাধাপ্রাপ্ত হয় গোলবারে।

ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে ফরাসি জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে ৬৭তম মিনিটে নিজেদের ডি-বক্সে নেইমারকে ফাউল করে মোনাকো।

ফলে ভিএআরের মাধ্যমে পেনাল্টি পেয়ে যায় পিএসজি। সেখান থেকে সফল স্পটকিকে দলকে সমতায় ফেরান নেইমার জুনিয়র। তবে ম্যাচের ৮৭তম মিনিটে লিওনেল মেসিকে উঠিয়ে নেয় পিএসজি কোচ ক্রিস্টোফা গালতিয়ের।

যা দৃষ্টিকটু লাগতেই পারে ফুটবল ভক্তদের কাছে। যেখানে ১-১ গোলে সমতায় চলছিল ম্যাচ ঠিক সে সময় এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বদলি হিসেবে মাঠ

থেকে উঠিয়ে নিয়ে নিজের দলেরই ক্ষতি করলেন গালতিয়ের। ফলে ১-১ গোলের ড্র’তে শেষ হয় ম্যাচ পিএসজি বনাম এস মোনাকোর মধ্যকার ম্যাচটি।

Check Also

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো দক্ষিণ আফ্রিকা…

যেখানে শেষ করেছিল, সেখান থেকেই যেন শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। ২৪ ঘণ্টা পার না হতেই …

Leave a Reply

Your email address will not be published.