



আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সাকিব আল হাসান। আইসিসির এই পুরস্কার নির্ধারণে ভূমিকা রাখতে পারবেন আপনিও। মিচেল মার্শ ও হেইডেন ওয়ালশ জুনিয়রকে টপকে বাংলাদেশি অলরাউন্ডারকে মাসসেরা করতে দিতে হবে ভোট।




আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।




সাকিবকে মাসের সেরা নির্বাচিত করতে ভোট দিতে হবে এই লিংকে- https://www.icc-cricket.com/awards/player-of-the-month/mens-player-of-the-month।




জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলেছেন সাকিব। তার দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। একমাত্র টেস্টে ৫ উইকেট নেন সাকিব, যদিও ব্যাট হাতে এক ইনিংসে ৩ রানের বেশি করতে পারেননি তিনি।




তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বল হাতে ৮ উইকেটের পাশাপাশি ১৪৫ রান এসেছে সাকিবের ব্যাট থেকে। যার মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে ৯৬ রানের অপরাজিত ইনিংসও খেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এছাড়া টি-টোয়েন্টি সিরিজে ৩৭ রান ও ৩ উইকেট নেন সাকিব।