শ্রীলঙ্কার আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে বসতে যাওয়া এশিয়া কাপ ২০২২ এর সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এসিসি।




টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এবারের এশিয়া কাপের পর্দা উঠবে ২৭ আগস্ট। ফাইনাল ম্যাচ দিয়ে আসর শেষ হবে ১১ সেপ্টেম্বর। এশিয়ান ক্রিকেট কাউন্সিল গ্রুপিং ও সূচি অনুযায়ী প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান।




‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব পেরোনো একটি দল। সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট। দুবাই ও শারজায় হবে টুর্নামেন্টের ১৩টি ম্যাচ।




এশিয়া কাপের প্রথম ম্যাচ ২৭ তারিখে।যেখানে মুখোমুখি হবে আয়োজক দেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।তবে বাংলাদেশের সমর্থদের অপেক্ষায় থাকতে হবে ৩০শে আগস্ট পর্যন্ত।




শারজাহ ৩০ আগস্ট আফগানিস্তানের মুখোমুখি হয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ দল।যেখানে সেই গ্রুপে বাংলাদেশ এবং আফগানিস্তানের সাথে আরো আছে আয়োজক দেশ শ্রীলঙ্কা।




এবারের এশিয়া কাপের পরিস্থিতি ভিন্ন যেখানে খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।আর তাতেই যত সমস্যা বাংলাদেশ দলের।কারণ বাংলাদেশ দলের টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স যাচ্ছেতাই।




দলে চলছে অদলবদল প্রক্রিয়া। যেখানে ইতিমধ্যেই অধিনায়ক থেকে শুরু করে প্রধান কোচকেও সরিয়ে দিয়েছে বিসিবি।এর কারণ বাংলাদেশ খেলা শেষ ১৫ টি-টোয়েন্টি র ১৩টিতেই হেরেছে বাংলাদেশ দল।




তবে দলে যেহেতু অধিনায়ক সাকিব আল হাসান তাই এবারের এশিয়া কাপে ভিন্ন কিছু করার আভাস পাওয়া যাচ্ছে।কেননা এশিয়া কাপের পর পর বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ফরম্যাটের বেশ কয়েকটি সিরিজ রয়েছে।




তাছাড়া এশিয়া কাপের মঞ্চকে আসন্ন অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব হিসেবে দেখছেন দলগুলি।তাই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে খেলতে নামতে হবে সাকিব আল হাসানের বাংলাদেশ কে।তা আর বলার অপেক্ষা রাখে না।




এশিয়া কাপের বাংলাদেশ দলের একাদশে ওপেনিংয়ে এনামুল হক বিজয়ের সাথে দেখা যেতে পারে তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন কে।তবে পারভেজ হোসেন ইমনের বদলে দলে সদ্য যুক্ত হওয়া নাঈম শেখকে একাদশে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না।




তিন নম্বর পজিশন থাকতে পারেন অধিনায়ক সাকিব আল হাসান।তার সাথে যথাক্রমে আফিফ হোসেন, মুশফিকুর রহিম ,সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ,নাসুম আহমেদ কে।তাছাড়া পেইস ইউনিটকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমান ,তাসকিন আহমেদ এবং সাইফুদ্দিন কে।




এশিয়া কাপের জন্য ১৭ জনের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহাদি, সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন,নাঈম শেখ এবং তাসকিন আহমেদ।