বস্তি থেকে বলিউডে ‘গাল্লিবয়’ রানা

কামরাঙ্গীরচরের বস্তি থেকে উঠে আসা বালক রানা। র‌্যাপ গান দিয়েই সারা দেশে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেন তিনি। তার জীবনের গল্প দিয়েই র‌্যাপ গান বেঁধেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ হাসান তাবীব। তারা দু’জনে কণ্ঠে তোলেন সেই গান। এরপরের গল্প সবার জানা।

তাদের ‘চাপ নাই’ শিরোনামের একটি গান যুক্ত হয়েছে বলিউডের ‘কালা’ শিরোনামের ওয়েব সিরিজে। থিম সং হিসেবে ব্যবহৃত হয়েছে গানটি। সিরিজের প্রমোতে শোনা গেছে গানটি। ওটিটি মাধ্যম ডিজনি হটস্টারে প্রকাশিত হয়েছে এটি।

জানা যায়, ২০২১ সালে তাবিব ও রানার প্রকাশিত এ গানটি নিয়ে আগ্রহ প্রকাশ করে ‘কালা’ সিরিজের টিম। এ বিষয়ে মাহমুদ হাসান তাবিব জানান, তার ও রানার অনেকদিন আগে গাওয়া একটি গান বিখ্যাত ডিরেক্টর বিজয় নাম্বিয়ারের মনে ধরে যায়। পরে তাদের কল করে কোলাবোরেশান করা হয়।

সিরিজের গল্প এগিয়ে গেছে এক সৎ পুলিশ অফিসারকে নিয়ে। দেখা যায়, একদল সৈনিকের ওপর আকস্মিক আক্রমণে অনেকে নিহত হন। তাদের মধ্যে শুভেন্দ্র মুখার্জি নামে একজন ভাগ্যক্রমে বেঁচে যান। কিন্তু তার বেঁচে যাওয়াটাই কাল হয়ে দাঁড়ায়। দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয় তাকে। তবুও থেমে থাকেন না তিনি। নিজের দেশের জন্য লড়াই চালিয়ে যান।

৩০ বছর পর নতুন নামে সামনে আসেন তিনি। সিরিজে অভিনয় করেছেন রোহান বিনোদ মেহেরা, অনীল চরণজিৎ, অবিনাশ তেওয়ারিসহ অনেকে। পরিচালনা করেছেন বিজয় নামবিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *