পাকিস্তান ও ভারত ১৫ জন করে ক্রিকেটার রেখে ঘোষণা এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশ ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।




স্কোয়াড ঘোষণা করার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান স্ট্যান্ডবাই তালিকায় আছেন আরও কয়েকজন ক্রিকেটার। তবে তাদের নাম প্রকাশ করেননি তিনি।




মিনহাজুল আবেদিন নান্নু নাম না জানালেও ক্রিকেট৯৭ জানতে পেরেছে স্ট্যান্ডবাই তালিকায় থাকা ৩ ক্রিকেটারের নাম। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার যেখানে নিশ্চিতভাবেই বড় নাম।




এছাড়া গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতানো রিপন মন্ডল আছেন স্ট্যান্ডবাই তালিকায়। যেখানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষে বিপিএল মাতানো মৃত্যুঞ্জয় চৌধুরীও আছেন।




এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড- সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত,




মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।