Home / সর্বশেষ / বিসিবিকে নাচিয়ে শেষ খেলাটা অবশেষে সাকিবই খেললো

বিসিবিকে নাচিয়ে শেষ খেলাটা অবশেষে সাকিবই খেললো

শুক্রবার মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে

বসতে নির্ধারিত সময়ের ২ দিন আগেই দেশে ফিরতে হলো তাকে। জানা গেছে শনিবার (১৩ আগস্ট) সাকিব আল হাসানের সঙ্গে বৈঠক করার কথা নাজমুল হাসান পাপনের।

এশিয়া কাপের দল ঘোষণার তারিখ দুইবার পিছিয়েছে বিসিবি। দলের বেশ কয়েকজন ক্রিকেটার চোটে পড়ায় প্রথম দফায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে সময় চেয়ে নেয় বিসিবি।

এরপর সাকিব আল হাসানকে নিয়ে দোটানায় পড়ে দ্বিতীয়বার সময় নেয় বোর্ড। জানা গেছে দেশ সেরা এই অল-রাউন্ডারের সঙ্গে বৈঠকের পর ঘোষণা হবে এশিয়া কাপের বাংলাদেশ।

গত ১১ আগস্ট বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন নাজমুল হাসান। যার বিষয়বস্তু ছিল, বেট উইনার নিউজ এবং সাকিব। একটি বেটিং প্রতিষ্ঠানের নিউজ পোর্টাল বেট উইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তি ইস্যুতে উত্তাল হয়ে পড়ে ক্রিকেটাঙ্গন।

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করবে বিসিবি।

কড়া হুঁশিয়ারির পর টনক নড়ে সাকিবের। ওই রাতেই চুক্তি বাতিল করার বিষয়টি বিসিবিকে লিখিত আকারে জানান সাকিব।

Check Also

রোমাঞ্চকর লড়াই শেষে সিরিজ জিতল আফগানিস্তান

পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই এক ম্যাচ হাতে রেখে জিতে নিল আফগানিস্তান। …

Leave a Reply

Your email address will not be published.