Home / সর্বশেষ / ক্লাব বাঁচাতে হাজার কোটি টাকার দামের সম্পদ বেচে দিল বার্সেলোনা

ক্লাব বাঁচাতে হাজার কোটি টাকার দামের সম্পদ বেচে দিল বার্সেলোনা

প্রায় ১৫০ মিলিয়ন ইউরো খরচ করে এবারের দলবদলে পাঁচ জন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা। অথচ লা লিগার বেতন কাঠামো সম্পর্কিত বিধি মানতে না

পারায় এখনো তাদের নিবন্ধন করাতে পারেনি ক্লাবটি। লেভান্ডভস্কি-রাফিনিয়াদের নিবন্ধন করাতে অবশেষে ক্লাবের সম্পদের একটা অংশ বিক্রি করে অর্থ সংগ্রহ করতে হলো তাদের।

শুক্রবার (১২ আগস্ট) বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাবের স্টুডিওর ২৪.৫ শতাংশ অরফিয়াস মিডিয়া নামক একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে বার্সার কোষাগারে যুক্ত হবে ১০০ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯৭৬ কোটি টাকা। ইএসপিএন জানিয়েছে, বার্সেলোনার নতুন এই অর্থযোগের বিষয়টি

লা লিগা নিশ্চিত হতে পারলেই খেলোয়াড়দের নিবন্ধনের পথে আর কোনো বাধা থাকবে না। গত বছর বার্সেলোনা প্রায় ১.৩৫ বিলিয়ন ইউরোর ঋণের ফিরিস্তি দিয়েছিল।

বিশাল এই ঋণের বোঝা মাথায় নিয়ে কাতালান ক্লাবটি এবারের দলবদলের বাজারে কতটা কি করতে পারে সেটা নিয়ে শঙ্কা ছিল। তবে অর্থ সংকট কাটানোর সঙ্গে

দলবদলে বিনিয়োগের জন্য আগেই টিভি স্বত্বের এক চতুর্থাংশ এবং স্টুডিওর একাংশ বিক্রি করে দিয়েছিল ক্লাবটি। এবার স্টুডিওর আরও খানিকটা বেচে দিয়ে

খেলোয়াড়দের নিবন্ধনের বন্দোবস্ত করতে যাচ্ছে তারা। শুক্রবার রাত থেকে মাঠে গড়াচ্ছে লা লিগার ২০২২-২৩ মৌসুম। একদিন পর ১৩ আগস্ট রায়ো

ভায়োকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বার্সেলোনার লা লিগা মিশন। তার আগে দলের নতুন যুক্ত হওয়া এবং চুক্তি নবায়ন করা খেলোয়াড়দের নিবন্ধনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সা।

Check Also

রোমাঞ্চকর লড়াই শেষে সিরিজ জিতল আফগানিস্তান

পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই এক ম্যাচ হাতে রেখে জিতে নিল আফগানিস্তান। …

Leave a Reply

Your email address will not be published.