Home / সর্বশেষ / সকল ক্লাবকে চমকে দিয়ে অবিশ্বাস্য মূল্যে আর্জেন্টাইন তারকা ডিফেন্ডারকে কিনে নিল ইংলিশ ক্লাব

সকল ক্লাবকে চমকে দিয়ে অবিশ্বাস্য মূল্যে আর্জেন্টাইন তারকা ডিফেন্ডারকে কিনে নিল ইংলিশ ক্লাব

নতুন ক্লাবে যোগ দিয়েছেন দিয়েছেন মার্কোস সেনেসি। প্রিমিয়ার লিগের ক্লাব এএফসি বোর্নমাউথে নাম লিখিয়েছেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

এক বিবৃতিতে বোর্নমাউথ নিশ্চিত করেছে বিষয়টি। ৪ বছরের চুক্তিতে বোর্নমাউথে নাম লিখিয়েছেন সেনেসি। যদিও আনুষ্ঠানিকভাবে ট্রান্সফার ফি সম্পর্কে কিছু জানায়নি ক্লাবটি।

তবে ইংলিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী ১৫ মিলিয়ন ইউরো খরচ করেছে বোর্নমাউথ। ডাচ ক্লাব ফেয়েনুরডেতে ছিলেন সেনেসি।

২০১৯ সালে সেখানে যোগ দিয়ে নিয়মিত খেলেছেন। সব মিলিয়ে ১১৬ ম্যাচ খেলেন ক্লাবটির হয়ে। এবার সেখান থেকেই মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে সেনেসিকে দলে ভিড়িয়েছে বোর্নমাউথ।

কিছুদিন আগেই আর্জেন্টিনা ও ইতালির কাড়াকাড়ির শিরোনাম হয়েছিলেন সেনেসি। সেনেসির জন্ম আর্জেন্টিনায়। তবে তিনি ইতালিয়ান বংশোদ্ভূতও।

যার ফলে দুই দেশেরই নাগরিকত্ব আছে তার। চাইলে দুই দেশেই সুযোগ পেতে পারেন জাতীয় দলে। আর আর্জেন্টিনা ও ইতালি দুই দেশই চায় তাকে দলে রাখতে।

আর্জেন্টিনার পরিকল্পনায় চলতি বছর হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ। অপরদিকে টানা দুই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা ইতালির পরিকল্পনা ভবিষ্যত নিয়ে।

ফাইনালিসিমা ম্যাচে মুখোমুখি হওয়ার আগে দুই দেশই প্রাথমিক দলে রাখে সেনেসিকে। তবে ইতালির কোচ রবার্তো মানচিনির দেওয়া প্রস্তাব ফিরিয়ে দেন সেনেসি। ২৫ বছর বয়সী এই ফুটবলার শেষ পর্যন্ত বেছে নেন লা আলবিসেলেস্তার জার্সিকেই।

Check Also

রোমাঞ্চকর লড়াই শেষে সিরিজ জিতল আফগানিস্তান

পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই এক ম্যাচ হাতে রেখে জিতে নিল আফগানিস্তান। …

Leave a Reply

Your email address will not be published.