



শুধু কী মেসিরাই পারে? এবার দেশটির অনূর্ধ-২০ ফুটবল দল নিজেদের দক্ষতার নজির দেখালেন। এবারের অনূর্ধ-২০ কোটিফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতলো




আর্জেন্টিনা অনূর্ধ-২০ ফুটবল দল। আলোচিত ফাইনালে শক্তিশালী উরুগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে হ্যাভিয়ের মাসচেরানোর দল।সবচেয়ে বড় ব্যাপার,




আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেলেন মাসচেরানো। চলতি বছরের জানুয়ারি মাসেই অনূর্ধ-২০ দলের কোচের দায়িত্ব পান তিনি।




এর আগে জুনে অনুষ্ঠিত হয়ে যাওয়া তুলুন চ্যাম্পিয়নশিপে মাসচেরানোর অধীনে পঞ্চম হয়েছিলো আর্জেন্টিনা। এবার শিরোপাই জিতে নিলো আলবেসিলেস্তেদের




বয়সভিত্তিক দলটি। এই খেলায় আর্জেন্টিনার পক্ষে চারটি গোল করেছেন অগাস্টিন গিয়ে, ইগ্নাসিও মায়েস্ত্র পুচ, ব্রায়ান আগিরে এবং লাউতারো অভান্ড।