Home / সর্বশেষ / বাংলাদেশকে ‘জাম্বুওয়াশ’ করতে চায় সিকান্দার রাজা

বাংলাদেশকে ‘জাম্বুওয়াশ’ করতে চায় সিকান্দার রাজা

জিম্বাবুয়েতে বড় ধরনের লজ্জায় মুখে পড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০১৩ সালের পর থেকে ১৯ ম্যাচে অপরাজিত থাকা বাংলাদেশ এবার

জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বড় ধরনের লজ্জায় মুখে পড়েছে। ইতিমধ্যেই সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে।

আগামী ৯ আগস্ট তৃতীয় ম্যাচ জিততে পারলে বাংলাদেশকে ২০ বছর পর হোয়াইটওয়াশ করবে জিম্বাবুয়ে। তামিম ইকবালের নেতৃত্বে শ্রীলংকা দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ সহ টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জয় করেছিল বাংলাদেশ।

কিন্তু জিম্বাবুয়ের মাটিতে নাকানি চুবানি খেতে হচ্ছে টাইগারদের। প্রথম ওয়ানডে ম্যাচে ৩০৩ রান এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২৯১ রানের টার্গেটে জয়লাভ করেছে জিম্বাবুয়ে।

সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হেরেছিল ২০১৩ সালে। সেবার নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় লাভ করে জিম্বাবুয়ে।

তবে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে সর্বশেষ হোয়াইটওয়াশ হয়েছিল ২০০১/০২ মৌসুমে। সেবার বাংলাদেশের ঘরের মাঠে টাইগারদের ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়েছিল জিম্বাবুয়ে।

Check Also

গ্রুপপর্বেই শেষ বেলজিয়ামের সোনালি প্রজন্মের দৌড়, ক্রোয়েশিয়ার উত্তরণ

রেফারির শেষ বাঁশি। আহমেদ বিন আলী স্টেডিয়ামে বসে পড়লেন লুকাকু-ডি ব্রুইনারা। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ও …

Leave a Reply

Your email address will not be published.