Home / সর্বশেষ / ক্লেমন ফুটের বিপক্ষে নেইমারের রেটিং ৯.৭, মেসির রেটিং কত?

ক্লেমন ফুটের বিপক্ষে নেইমারের রেটিং ৯.৭, মেসির রেটিং কত?

গত মৌসুমের ফ্রেঞ্চ লিগ ওয়ানের পুরো আসরে মাত্র ছয়টি গোল করেছিলেন প্যারিস সেইন্ট জার্মেইর আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। নতুন মৌসুমে যেনো সেই ব্যর্থতা ঝেড়ে ফেলার মিশনেই নেমেছেন সাতবারের ব্যালন ডি অর জয়ী এ ফুটবলার।

তিনি আসরের প্রথম ম্যাচেই করলেন জোড়া গোল। শনিবার রাতে ক্লারমন্ত ফুটের মাঠে ৫-০ গোলের বড় জয়ে এবার লিগ শুরু করেছে পিএসজি।

জোড়া গোল ছাড়াও একটি অ্যাসিস্ট করেছেন মেসি। দলের আরেক সুপারস্টার নেইমার এক গোলের পাশাপাশি করেছেন অ্যাসিস্টের হ্যাটট্রিক। অন্য দুই গোল করেছেন আশরাফ হাকিমি ও মার্কুইনহোস।

লিগ ওয়ানের কোনো আসরে নিজেদের প্রথম ম্যাচে এটিই পিএসজির সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এছাড়া প্রথমবারের মতো লিগ ওয়ানে প্রতিপক্ষের মাঠে টানা পাঁচ ম্যাচে অন্তত তিন গোল করলো পিএসজি।

সপ্তাহখানেক আগে নন্তের বিপক্ষে নেইমারের জোড়া গোলের পাশাপাশি মেসির এক গোল ফ্রেঞ্চ সুপার কাপ জিতেছিল পিএসজি। এবার লিগ ওয়ানেও প্রথম ম্যাচে মেসি-নেইমাইরের উজ্জ্বল পারফরম্যান্স।

ফুটবলের অধিকাংশ ওয়েবসাইটই এই ম্যাচে মেসি এবং নেইমারের রেটিংস দিয়েছে। হো স্কোর্ডও এর ব্যতিক্রম করেনি। এই ম্যাচে নেইমারের রেটিংস ছিল ৯.৭ সতীর্থ মেসির ছিল ৯.৬।

মেসি নেইমারের পর সর্বোচ্চ রেটিংস ছিল হাকিমির। ৮.৩ রেটিংস পেয়েছেন তিনি। তবে অভিষিক্ত ভিতিনহার রেটিংস ছিল ৬.৮। এছাড়া সারাবিয়া ৬.৪, মেন্ডেস ৭.১, ভেরাত্তি ৭.২, রামোস ৭.১, মার্কুইনহোস ৭.৮, কিম্পেম্বে ৬.৮ এবং ডুনারুম্মা ৬.৯ পেয়েছেন রেটিংস।

Check Also

ব্রাজিলিয়ানদের দাপটে তছনছ হয়ে গেল বার্সেলোনার স্বপ্ন

আরও একবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় বার্সালোনার নামটি হারিয়ে গেল। চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগ, সেখান থেকে …

Leave a Reply

Your email address will not be published.