



ক্রিশ্চিয়ানো রোনালদো, জ্বাতান ইব্রাহিমোবিচদের মত প্লেয়ারদের মাঝেমধ্যেই বাইসাইকেল কিকে গোল করতে দেখা যায়। কিন্তু ফুটবল জাদুকর লিওনেল মেসিকে




ম্যাজিক্যাল গোল করতে দেখা গেলেও বাইসাইকেল কিকে গোল করতে দেখা যায়নি। বেশ কয়েকবার মেসি চেষ্টা করেছিলেন গোল করার জন্য, কিন্তু সেগুলো অধিকাংশ সময়ই ব্যর্থ হয়েছিল।




তবে পরিশ্রম করলে সেটা যে বৃথা যায় না সেটা আরও একবার প্রমান হয়ে গেল গতরাতে ক্লেমন ফুটের বিপক্ষে পিএসজির ম্যাচে। এই ম্যাচে দর্শণীয় বাইসাইকেল কিকে গোল করেছেন লিওনেল মেসি।




ম্যাচে তখন ৪-০ গোলে এগিয়ে পিএসজি। ৮৬ মিনিটের খেলা চলছে। লিওনার্দো পারেদেসে লম্বা করে উড়িয়ে বল বাড়ান লিওনেল মেসির দিকে।




মেসি সেই বল বুক নিয়ে নিয়ন্ত্রনে নিয়ে সময় নষ্ট না করে বাইসাইকেল কিকের মাধ্যমে ক্লেমন ফুটের জালে জড়ান। এই গোলটি ছাড়াও লিওনেল মেসি আরও একটি গোল করেন ম্যাচে। এছাড়াও একটি অ্যাসিস্ট করেন তিনি।
সুত্রঃ স্পোর্টস প্রতিদিন