Home / সর্বশেষ / ওয়ানডে ইস্যুতে টি-২০ কে পাত্তাই দিলনা তামিম

ওয়ানডে ইস্যুতে টি-২০ কে পাত্তাই দিলনা তামিম

বেশ কিছু দিন ধরে ওয়ানডে ক্রিকেট নিয়ে হইচই গোটা ক্রিকেট বিশ্বে। কেউ কেউ একদিনের ক্রিকেটের ভবিষ্যৎ দেখছেন না, কেউ তো বলছেন ওয়ানডে ক্রিকেট নিঃশেষ হওয়া শুরু করেছে।

তবে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, সীমিত ওভারের ক্রিকেটে ওয়ানডেই সবচেয়ে তাৎপর্যপূর্ণ। তিন ফরম্যাটের ক্রিকেটে অংশ নেওয়া এখন ক্রিকেটারদের জন্য অনেক কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বেন স্টোকসের মত সুপারস্টারও তাই বিদায় বলেছেন ওয়ানডে ফরম্যাটকে। বিষয়টি ভাবিয়ে তুলেছে ক্রিকেট আঙিনাকে। অনেকেই ওয়ানডে ক্রিকেট কমিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

তবে ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি, উসমান খাজাদের পরামর্শ আইসিসি আমলে নেয়নি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তিন ফরম্যাটকেই সমানভাবে গুরুত্ব দিয়ে সাজিয়েছে ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপি।

এবার তামিমও জানালেন, ওয়ানডে ক্রিকেটের গুরুত্ব অস্বীকার করার যে কোনো উপায় নেই। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে তামিমকে প্রশ্ন করা হয় ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়ে।

প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ ফরম্যাট। আমি বলার চেয়ে আরও গুরুত্বপূর্ণ হল আইসিসিও এটা নিয়ে বলেছে।

এটা এমন এক ফরম্যাট যেটা দেখতে সবাই পছন্দ করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু সবচেয়ে বড় ইভেন্ট নয়। ওয়ানডে বিশ্বকাপই সবচেয়ে বড় ইভেন্ট। আমার কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরম্যাট।’

মূলত ওয়ানডে ফরম্যাটের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। প্রায় সব টেস্ট খেলুড়ে দেশেই এখন আছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ, আবির্ভাব ঘটেছে টি-টেনেরও।

এতে ক্রিকেটাররা ওয়ানডে ক্রিকেটে আগ্রহ হারাচ্ছেন। আগামী এফটিপিতে অবশ্য ওয়ানডেতে সবচেয়ে বেশি ৫৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮টি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। আর কোনো দলের ওয়ানডে ম্যাচের সংখ্যা পঞ্চাশ স্পর্শ করছে না।

সুত্রঃ বিডি ক্রিকটাইম

Check Also

রোমাঞ্চকর লড়াই শেষে সিরিজ জিতল আফগানিস্তান

পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই এক ম্যাচ হাতে রেখে জিতে নিল আফগানিস্তান। …

Leave a Reply

Your email address will not be published.