



আরিফুল জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের উপহারস্বরূপ। তবে জাতীয় দলে এসে সেই ধারাবাহিকতা দেখাতে পারেননি। খুব বেশি যে সুযোগ পেয়েছেন তাও না।




২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আরিফুলের। একই বছর অক্টোবরে ওয়ানডে ও নভেম্বরে টেস্ট অভিষেক হয় তার।




২০১৮ সালের ডিসেম্বরেই জাতীয় দলের পক্ষে শেষ ম্যাচটি খেলেছেন আরিফুল। এরপর আর কোনো সংস্করণেই তাকে দলে নেওয়া হয়নি। দলে নিজের অবস্থান নিয়ে আরিফুল বলেন,




“আমাকে নিয়েছিলই কেন আর কেন বাদ দিয়েছিল তা আমার কাছেও অজানা। কী কারণে আমি জায়গা পেয়েছিলাম এবং কেন আবার বাদ পড়লাম তা আমি জানি না।”




তবে নতুন খবর হচ্ছে বাংলাদেশে অবহেলা পেলেও যুক্তরাষ্ট্রে নিয়মিত খেলে যাচ্ছেন আরিফুল। বর্তমানে আরিফুল যুক্তরাষ্ট্রের মাইনর লীগে খেলছেন।




শুধু আরিফুল নয়, আরও খেলছেন উন্মুখ চান্দ, শিহান জয়সুরিয়া সহ আরও অনেক ক্রিকেটার। এখানে ভালো করলেই ডাক পাবেন মেজর লীগে।




আরিফুল হক মোট ১২ ম্যাচে ২০ এর গড় ও ১৬৪ এর স্ট্রাইকরেটে করেছেন ২০৩ রান। রয়েছে ১টি ফিফটি। আর বল হাতে রয়েছে ২২টি উইকেট।