



লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেয়ার পরই বিশ্বের নামীদামি ক্লাবগুলো উঠে পড়ে লেগেছিল তাকে পাওয়ার জন্য। তবে নামী ক্লাব না হলেও সেসময়ে




সেই তালিকায় যোগ দিয়েছিল মেসির শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ। মেসির ট্রান্সফার ফি বা বেতন বাবদ যে অর্থ ব্যয় হবে তা দেয়ার সামর্থ্যই ছিলনা ওল্ড বয়েজের।




তাই ক্লাবটি আগ্রহ প্রকাশ করলেও এটি নিয়ে খুব একটা তৎপরতা আর দেখা যায়নি। কিন্তু আর্জেন্টিনার রোজারিও শহরের এই ক্লাবটির সমর্থকরা সেসব শুনতেও রাজি হয়নি তখন।




তাদের দাবি একটাই ছিল মেসিকে পেতেই হবে। আর এ জন্য বিক্ষোভেরও আয়োজনও করেছিল তারা। তবে তাদেরকে হতাশ করেননি লিওনেল মেসি।




দলে যোগ দেওয়ার পরিবর্তে পুরো দলের মালিকানাটাই কিনে নিয়েছেন মেসি। এরই মধ্য দিয়ে লিওনেল মেসি তার শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েসের নতুন মালিক হয়ে গেলেন তিনি।