Home / সর্বশেষ / জিম্বাবুয়েকে নিয়ে করা ভুলের খেসারত দিল বাংলাদেশ

জিম্বাবুয়েকে নিয়ে করা ভুলের খেসারত দিল বাংলাদেশ

অঘোষিত সিরিজ ফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে ১১ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংস শেষে স্বাগতিকদের দেয়া ১৫৭ রানের টার্গেট তারা করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৪৪ রান।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করে স্বাগতিকরা সংগ্রহ করে ১৫৬ রান। ব্যাটীং করতে নেমে পাওয়ারপ্লে শেষে ৬ ওভারে ৪৫ রানে সাজঘরে ফিরে গেছেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান।

দ্বিতীয় ওভারেই ভিক্টর নিয়াউচিকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরলেন বাংলাদেশ ওপেনার লিটন। ৬ বলে করেন ১৩ রান। লিটনের পর অভিষিক্ত পারভেজও নিয়াউচিরের শিকার হন।

বল স্লটে পেয়েছিলেন, তবে তুলে মারতে গিয়ে মিড অনে ধরা পড়লেন পারভেজ হোসেন। এরপরেই সাজঘরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম‍্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর জিম্বাবুয়েতেও ব‍্যর্থ এনামুল হক। আরও একবার আউট হলেন দুই অঙ্ক ছুঁয়ে।

এবার ওয়েসলি মাধেভেরের স্টাম্পে থাকা শর্ট বল বল লেগে ঘুরানোর চেষ্টায় থামলেন বোল্ড হয়ে। ১৩ বলে দুই চারে ১৪ রান করেন এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান।

এরপর মাহমুদউল্লাহর সাথে ক্রিজের হাল ধরেন তরুণ আফিফ। উইকেট হারানোর চাপ সামাল দিতে দিতে ব্র‍্যাড ইভান্সের বলে আউট হন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান। ২৭ বলে ১ চারে ২৭ রান করেন মাহমুদউল্লাহ।

নেতৃত্বের অভিষেকে গোল্ডেন ডাকের তোতো স্বাদ পান মোসাদ্দেক হোসেন। এরপর দলের হাল ধরেন তরুণ আফিফ। শেষ পর্যন্ত চেষ্টা করে যান। কিন্তু তা যথেষ্ট ছিলোনা আজকের ম্যাচে।

Check Also

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো দক্ষিণ আফ্রিকা…

যেখানে শেষ করেছিল, সেখান থেকেই যেন শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। ২৪ ঘণ্টা পার না হতেই …

Leave a Reply

Your email address will not be published.